শাহপরী দ্বীপ
- Farid Hasan ২৮-০৪-২০২৪

অচেনা পরীবৃন্দ ,
তোমরা কি আসলেই আছ সে দ্বীপে
দূরে, অনেক দূরে, সীমান্ত ঘেঁষে ,সাগর চুমে চুমে ।
ওটা কি দারুচিনি দ্বীপের ক্লোন !
তোমরা কি হোমসেপিয়ান্স-সদৃশ কিংবা অনলজাত
তোমাদের কি ডানা আছে ধবল, লাল কিংবা পিঙ্গল
ভর দিয়ে কি পাড়ি দেয়া যাবে পাহাড় নদী সমুদ্র জঙ্গল ,
রাখাইন সিরিয়া ইয়েমেন ।

তোমরা কি শিশুদের নিয়ে খেলতে পার ?হাসতে পার বুলেট বোমা ঝাঁটিয়ে
তোমরা কি সূচির শি-মোদীয় ডানা দেখেছো? ভাঙতে পার সেটা?
তোমরা কি নাফ পেরিয়ে নেভা’য় যেতে পার ,
পুতিনকে পুড়া দেখাতে পার আলেপ্পু থেকে মংডু ?
জাতিসংঘভবনকে শিশুদের শ্মশ্রুশাস্থলে রূপ দাও জরুরী
ফলিত কর নিষ্ফলা সব ভবন, দানবী মানব ;অঙ্কুরিত কর বদ্বীপীয় বিটপী ।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।